সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পঞ্চাশের আগেই উইন্ডিজের ৩ ব্যাটসম্যান প্যাভিলিয়নে

ক্রীড়া প্রতিবেদক 

কিজর্ন ওটলে ও সুনীল অ্যামব্রিসকে ৩০ রানের মধ্যে মোস্তাফিজুর রহমান ফেরান। ওয়েস্ট ইন্ডিজ তাদের দুই ওপেনারকে হারানোর পর সতর্ক ব্যাটিং করছিল। তবে দলীয় স্কোর পঞ্চাশ ছোঁয়ার আগে তৃতীয় উইকেটের পতন ঘটেছে। মেহেদী হাসান মিরাজ তার তৃতীয় ওভারের প্রথম বলে কাইল মায়ার্সকে (১১) এলবিডাব্লিউ করেন। ওই ওভারটি মেডেন উইকেট নেন বাংলাদেশি স্পিনার।

২৯৮ রানের লক্ষ্যে নেমে ১৪ ওভারে ৩ উইকেটে ৪৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। এনক্রুমাহ বোনার ১৬ রানে খেলছেন, পাঁচ বল খেলে রানের খাতা খোলেননি অধিনায়ক জেসন মোহাম্মদ।

নিজের প্রথম ও তৃতীয় ওভারে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারকে ফেরালেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমে কিজর্ন ওটলে (১) উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ বানান তিনি। পরে টানা তৃতীয় ম্যাচে সুনীল অ্যামব্রিসকে (১৩) মাঠছাড়া করলেন মোস্তাফিজ। এলবিডাব্লিউ হন উইন্ডিজ ওপেনার।

৮ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে ৪৫ রান করেছে। ক্রিজে আছেন এনক্রুমাহ বোনার ও কাইল মায়ার্স। তাদের লক্ষ্য ২৯৮ রান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন