৩০ জানুয়ারী খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের প্রার্থী সেলিম জাহাঙ্গীরের পক্ষে পৌরসভার বিভিন্নস্থানে নির্বাচনী পথ সভা ও উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা ও মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, আগামী ৩০ তারিখের পৌর নির্বাচনে বিপুল ভোটের ব্যাবধানে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের বিরুদ্ধে কোনভাবেই অবস্থান নেওয়া চলবে না। আওয়ামীলীগ করতে হলে দলীয় সভানেত্রীর নির্দেশনা মেনে চলতে হবে। এই নৌকা সেলিম জাহাঙ্গীরের না, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। এটা আমাদের ব্যক্তিগত প্রতীক না, এটা আওয়ামীলীগের প্রতীক। দলের প্রার্থী কে সেটা বড় কথা নয়। প্রতীক নৌকা। আমরা সকলে নৌকার লোক।
রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা সভাপতি আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক এড. সুজিত অধিকারী, জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এড. সোহরাব আলী সানা, মহানগর আ’লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত হোসেন, জেলা সহ-সভাপতি রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহীদুল হক মিন্টু, সরদার আবু সালহে, মুন্সি মাহবুব আলম সোহাগ, মোজাপ্ফর মোল্ল্যা, রফিকুল ইসলাম লাবু, মোঃ খায়রুল আলম, সায়েদুজ্জামান সম্রাট, এস এম আকিল উদ্দীন, অমিয় অধিকারী, রনজিত কুমার ঘোষ, শফিকুর রহমান পলাশ, ফয়েজুল ইসলাম টিটু, মীর বরকত আলী, দেবদুলাল বাড়ই বাপ্পী, মোঃ আমির হোসেন, এস এম রাসেল, মোঃ আব্দুল কাদের শেখ।
উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিম জাহাঙ্গীর। এর পর নেতৃবৃন্দ পৌরসভার বাজার চৌরাস্তা মোড়, খ্রিষ্টান পাড়া, পৌর জিরো পয়েন্ট ও সরল বাজারে গণ সংযোগ করে বিভিন্ন পথ সভায় বক্তব্য রাখেন।
খুলনা গেজেট/কেএম