দিঘলিয়া ওয়াই এম এ আয়োজিত দিঘলিয়া প্রিমিয়ার লীগ (ডিপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২০-২০২১ সেশন ৬ এর জঁমকালো ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সুপার সিক্সার্স।
২২ জানুয়ারী (শুক্রবার) দুপুর আড়াইটায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুপার সিক্সার্স মুখোমুখি হয় কিট ক্যাট বয়েজের। টস জিতে সুপার সিক্সার্স ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। জবাবে কিট ক্যাট বয়েজ ১২৮ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ৯.২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ৫২ রান সংগ্রহ করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সুপার সিক্সার্সের রকি এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় সুপার সিক্সার্সের পিয়াস। পিয়াস টুর্নামেন্টের মোট খেলায় ৩৮ টি ছক্কা, ১৮ উইকেট এবং ৩৫৭ রান করার গৌরব অর্জন করেন।
খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান দিঘলিয়া উপজেলা আওয়ামালীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথী ছিলেন ২ বার জাতীয় পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক ক্রীড়াবিদ মোঃ মিলজার হোসেন, খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহন্মেদ, সরকারী এম এ মজিদ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ খান রওশন আলী, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান মোল্যা ফিরোজ হোসেন, দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, প্রাক্তন জাতীয় কৃতি ক্রীড়াবিদ রেহেনা পরভীন, দিঘলিয়া প্রিমিয়ার লীগের আহবায়ক ও অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শেখ শাহিনুল ইসলাম, প্রাক্তন কৃতি ফুটবলার খান জিয়াউল হক সোহাগ ও টুর্নামেন্টের স্পন্সার ওয়ালটন কোম্পানির সিনিয়র ডেপুটি এসিসট্যান্ট মোঃ মুজাহিদ হোসেন মিশু
ডিপিএল সেশন ৬ এর চ্যাম্পিয়ন দল সুপার সিক্সার্সের ম্যানেজারের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং ৫০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন অনুষ্ঠানের সভাপতি খান নজরুল ইসলাম।
খুলনা গেজেট/এ হোসেন