সিরিজের প্রথম ওয়ানডেতে প্রত্যাশিত জয় দিয়ে ওয়ানডে সুপার লিগ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (শুক্রবার) সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দেখেশুনেই করেছিল উইন্ডিজ। তবে প্রথম ম্যাচের মতো এদিনও শুরুতে মুস্তাফিজের আঘাত হজম করলো দলটি। মুস্তাফিজের বলে গালিতে মেহেদি হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে ছয় রান করে ফিরছেন ওপেনার সুনীল অ্যামব্রিস।
অভিষিক্ত ওপেনার কজর্ন ওটলি ভয় ছড়াচ্ছিলেন। তবে অফ স্ট্যাম্পের বাইরের এক নিরীহদর্শন বলে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। এক্সট্রা কভারে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ২৪ রানে ফেরেন তিনি। এর তিন বল পর উইকেটরক্ষক ব্যাটসম্যান জশুয়া ডি সিলভার রক্ষণ দারুণ এক আর্মারে ভাঙেন মিরাজ, শূন্য হাতে সাজঘরে ফেরেন জশুয়া। দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারী উইন্ডিজ।
আগের ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এবার টস জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে তারা নিয়েছে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। প্রথম ম্যাচে আগে ব্যাট করে ম্যাচ হারলেও, আজ ফের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছে ক্যারিবীয়রা।
এ ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের হ্যাটট্রিক হবে বাংলাদেশ দলের। তাদের বিপক্ষে ২০১৮ সালে ঘরের মাঠে ও তাদের মাঠে- উভয় সিরিজই জিতেছিল স্বাগতিকরা। এছাড়া সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
উইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, এনক্রুমাহ বোনার, জশুয়া ডি সিলভা, কজর্ন অটলে, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল ও রায়মন রেইফার।
উল্লেখ্য, সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ১২২ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে ৪ উইকেট নেন দীর্ঘদিন পর মাঠে ফেরা সাকিব। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদের ঝুলিতে যায় ৩ উইকেট। পরে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
খুলনা গেজেট/এনএম