খুলনা, বাংলাদেশ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত
  কাতারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে নতুন বাংলাদেশ গড়তে আর্থিক ও বিনিয়োগের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ফুলতলায় কৃষি ব্যাংকের প্রণোদনার টাকা বিতরণ

ফুলতলা প্রতিনিধি

বাংলাদেশ কৃষি ব্যাংক ফুলতলা শাখা কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ৫ কোটি টাকার প্রণোদনার ঋণ বিতরণ করেছে। তবে এর বিপরীতে আরও চাহিদা রয়েছে বলে ব্যাংক সূত্র জানায়।

কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক জিএম নূর মোহাম্মদ জানান, ডিসেম্বর-২০ তারিখ পর্যন্ত প্রণোদনার বরাদ্দকৃত সব ঋণের এসিডি-০১,০২সিএমএসই এর মোট ৫ কোটি টাকা বিতরণ করা হয়েছে। এর মধ্যে সরাসরি কৃষি কাজে জড়িত ২শ’ ব্যক্তির মধ্যে এ টাকা বিতরণ করা হয়। কৃষি কাজে জড়িতদের অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্থরাই মুলত প্রণোদনার সুযোগটি পেয়েছে।

তিনি আরও বলেন, শস্য, গরু মোটা তাজাকরণ, গাভী পালন, মৎস্য চাষ, প্রান্তিক কৃষক যারা এ ক্ষতির স্বীকার হয়েছে, তাদের মাঝে প্রণোদনার এ ঋণ বিতরণ করা হয়েছে।

তবে একাধিক প্রান্তিক কৃষক জানিয়েছে, ফুলতলা উপজেলায় অনেক ক্ষতিগ্রস্থ কৃষি পরিবার রয়েছে, যারা এ প্রণোদনার সুযোগ পায়নি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!