দীর্ঘ ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। প্রস্তুতির পাঠ চুকে গেছে, এবার ময়দানি লড়াইয়ের অপেক্ষা। লম্বা ব্রেকের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জতো আছেই, তার উপর দ্বিতীয় সারির দলের বিপক্ষে ম্যাচ। পা হরকালেই ধেয়ে আসবে দুয়োধ্বনি। তাইতো সাবধানি স্বাগতিক দল।
নিয়মিত ওয়ানডে অধিনায়ক হিসেবে আজই অভিষেক ঘটছে তামিম ইকবালের। ম্যাচে কী হয় না হয় সেটা পরের বিষয়, তবে প্রথম ওয়ানডেতেই একটা ‘জয়’ নিয়ে অধিনায়ক-অধ্যায় শুরু করলেন তামিম। প্রথম ওয়ানডেতে টসে জিতেছেন নতুন বাংলাদেশি অধিনায়ক।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। ওয়ানডেতে অভিষেক হচ্ছে পেসার হাসান মাহমুদের। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের ১৩৪ তম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হচ্ছেন তিনি।
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ক্যারিবিয়দের দলটিকে দ্বিতীয় সারির বলা হলেও বোলিং ইউনিট অনেক শক্তিশালী। সিরিজটি কঠিন হবে, তবে শুরুটা ভালো করতে হবে।
শেষ দুই সিরিজই জিতেছে বাংলাদেশ। টানা তৃতীয়টায় চোখ। ঘরের মাঠে টানা পাচ জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই টার্গেট এখন টাইগারদের।
প্রথম ওয়ানডের পর ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডে এবং প্রথম টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যথাক্রমে ২৫ জানুয়ারি এবং ৩-৭ ফেব্রুয়ারি হবে। ১১ ফেব্রুয়ারি দুই দলের মধ্যকার শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডি সিলভা (উইকেটরক্ষক), সুনীল অ্যামব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), আন্দ্রে ম্যাকার্থি, রেমন রেইফার, রোভম্যান পাওয়েল, কাইল মেয়ার্স, এনক্রুমাহ বনার, চেমার হোল্ডার, জাহমার হ্যামিল্টন এবং আলজারি জোসেফ।