সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শেখ আবু নাসের গোল্ডকাপের ফাইনালে আবাহনী 

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে উঠেছে খুলনা আবাহনী ফুটবল একাডেমি। গতকাল রবিবার নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমি ফাইনাল ম্যাচে তারা টাইব্রেকারে ৫-৪ গোলে ফ্রেন্ডস ফুটবল একাডেমি ফকিরহাটকে পরাজিত করে।

নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র ছিলো। পরে টাইব্রেকার রোমাঞ্চে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা আবাহনী।  আগামী ২৩ জানুয়ারি ফাইনালে তাদের প্রতিপক্ষ শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি।

এদিন খেলার শুরু থেকেই দু’দলই বেশ গোছানো ফুটবল খেলতে থাকে। শুরু থেকেই বেশ কয়েকটি আক্রমন করে উভয় দল। তবে কাঙ্খিত গোলের দেখা মিলছিলো না। একাধিক সহজ সুযোগও নস্ট হয় দুই দলের। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে গোল শূন্যভাবেই শেষ হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের ৫ শর্টেই গোল করে আবাহনী। পক্ষান্তরে ফ্রেন্ডস একাডেমির ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রুবেলের সর্ট বারের বাইরে দিয়ে চলে যায়। আবাহনী ফুটবল একাডেমি হয়ে গোল করেন ৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুনতাজুল, ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সোহাগ, ৭০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সজল, ৩৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাঈম ও ২১ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জান্নাত। অপরদিকে ফ্রেন্ডস ফুটবল একাডেমির হয়ে টাইব্রেকারে গোল ৪টি করেন ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফুল, ৬ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বপন, ৮ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হায়ুম ও ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরিফ।

খেলা পরিচালনা করেন রেফারী কামাল হোসেন, মনির ঢালী ও জসিম উদ্দিন।  আগামী ২৩ জানুয়ারি শনিবার একই মাঠে বিকেল তিনটায় ফাইনালে মুখোমুখি হবে শেখ কামাল স্মৃতি ফুটবল একাডেমি বনাম খুলনা আবাহনী ফুটবল একাডেমি। এর আগে আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিদ হন।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন