শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

ফকিরহাটে আন্তঃজেলা ডাকাত আটক

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাটে একাধিক মামলার পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে ১৭ জানুয়ারী রবিবার রাতে পাগলাদেওয়া পাড়া থেকে আটক করেছে থানা পুলিশ।

ফকিরহাট মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে থানা পুলিশের একটি দল হাবিবুর রহমান হাবিব(৪৪) কে পাগলা দেয়াপাড়া গ্রামে তার নিজ বাড়ী থেকে আটক করে।

ফকিরহাট মডেল থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানিয়েছেন, আটককৃত হাবিব আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার নামে ধামরাই থানায় ৩৯৫,৩৯৭ ও ৪১২ ধারায় ( মামলা নং-১০(৩)১৪), আশুলিয়া থানায় একই ধারায় (মামলা নং-১৪(৩)১৪) সহ একাধিক থানায় মামলা রয়েছে। সে ওই সব মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আটককৃত হাবিব পাগলা দেয়াপাড়া গ্রামের আঃ গনি শেখ এর পুত্র।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন