মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় দুইটি মাদক মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের নওশের আলী গাজীর ছেলে আতিয়ার রহমান (৪০) ও আড়ংঘাটার গাইকুড় এলাকার মাসুদ ভাঙ্গীর ছেলে মোতালেব ভাঙ্গী ওরফে রয়েল ভাঙ্গী (২২)।

সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন