Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

মোনাজাত

আরিফুল ইসলাম

আল্লাহ তোমার দরবারে
তুলেছি মোর হাত,
ক্ষমা করে দাও গো তুমি
ক্ষমা কর মোর সকল অপরাধ।

তুমি হলে রহমানুর রহিম
তুমি যে মোর মালিক,
তুমি যে মোর অন্তর্যামী
তুমি যে মোর খালিক।

ভুল-ত্রুটি সব ক্ষমা করে
দাও গো পথের দিশা,
কেটে যাক মোর সব সংশয়
আঁধার ঘরের ঘোর অমানিশা।

পরকালে প্রভু দিও গো মোরে
তোমার চরণে ঠাঁই,
তোমার কাছে রোজ মোনাজাতে
এতটুকুই বলে যাই।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন