মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে এক ব‌্যক্তির গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা

নিজস্ব প্রতিবেদক

নগরীর মৌলভীপাড়া টি‌বি বাউন্ডারী এলাকায় মোস্তফা( ৫০) না‌মের এক ব‌্যক্তি গলায় ফাঁস দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছেন। আজ ভোর রা‌তে এ ঘটনা ঘ‌টে। পু‌লিশ লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে প্রেরণ ক‌রে‌ছে।

এলাকাবা‌সী জানায়, তি‌নি দীর্ঘদিন ধ‌রে মান‌সিক রো‌গে আক্রান্ত ছি‌লেন। ভোররা‌তে ফজ‌রের নামাজ প‌ড়ে তি‌নি সি‌ড়ি ঘ‌রের র‌ডের সা‌থে দ‌ড়ি পেঁ‌চি‌য়ে আত্মহত‌্যা ক‌রেন। জায়নামা‌জের নিচ থে‌কে এক‌টি চি‌ঠি উদ্ধার করা হ‌য়ে‌ছে। সেখা‌নে তি‌নি মৃত্যুর জন‌্য তার মান‌সিক রো‌গের কারণকে উ‌ল্লেখ ক‌রে‌ছেন। তি‌নি দুই সন্ত‌নের জনক। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপ‌জেলার হাউড়া গ্রা‌মের মৃত ওয়া‌হিদ আলীর ছে‌লে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন