খুলনা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ও খুলনা নগর জাপার সাধারণ সম্পাদক শেখ আবুল কাশেম হত্যা মামলার আসামিদের হাজির হতে আদালতের পক্ষ থেকে আইনজীবীদের অবগত করানো হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে আগামী ২৬ জানুয়ারি এ মামলার স্বাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন মামলাটি হাইকোর্টে স্থগিত আদেশের ভিত্তিতে বিচার কার্যক্রম বন্ধ ছিলো।
২০১৮ সালের ২ আগস্ট হাইকোর্টের ভ্যকেট রুল নিষ্পত্তি করে স্টে আদেশ প্রত্যাহার করা হয়। বিচারপতি মনিরুল ইসলাম চৌধুরী ও খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রত্যাহারের নির্দেশ দেন। উচ্চ আদালতের আদেশ গত ৩ জানুয়ারি খুলনার আদালতে পৌঁছায়। আদালতের পক্ষ থেকে আসামিদের ধার্য দিনে হাজির হওয়ার জন্য তাদের পক্ষের আইনজীবী এ্যাড. এস এম মঞ্জুরুল আলম, এ্যাড. মাহাতাব উদ্দিন ও মোঃ নজরুল ইসলামকে অবগত করানো হয়েছে।
এ মামলার আাসামিরা হচ্ছেন, খুলনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য, খুলনা নিউ মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল গফফার বিশ্বাস, সাউথ সেন্ট্রাল রোডের অধিবাসী তরিকুল হুদা টপি, জাপা মনোনীত খুলনার মেয়র প্রার্থী মুশফিকুর রহমান, ওয়াসিকুর রহমান, মফিজুর রহমান, আনিসুর রহমান ও আলী তারেক।
১৯৯৫ সালের ২৫ এপ্রিল খুলনা নগরীর স্যার ইকবাল রোডস্থ বেসিক ব্যাংকের সামনে জাপা নেতা শেখ আবুল কাশেম এবং তার দেহরক্ষী ও গাড়ী চালক খুন হন।