পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। ১৪ বছর পর পাকিস্তান সফরে গেল দক্ষিণ আফ্রিকা। সফরে দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে স্বাগতিক পাকিস্তান ও সফরকারীরা।
শনিবার কড়া নিরাপত্তা ব্যবস্থায় পাকিস্তানের করাচিতে পৌঁছায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরকারী দলটিকে রাষ্ট্রীয় প্রধানের মতো নিরাপত্তা বলয়ে বিমানবন্দর থেকে টিম হোটেলে পৌঁছে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
ক্যারিয়ারে প্রথম পাকিস্তান সফরে গিয়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা দেখে ব্যক্তিগত টুইটারে সন্তুষ্টি প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরেজ শামসি। পাকিস্তান সফরের আগে দক্ষিণ আফ্রিকার ২১ সদস্যের দল জোহানেসবার্গে করোনা টেস্ট দেয়। সেখানে নেগেটিভ ফল পাওয়ার পরই সফর করে দলটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, আফ্রিকার ক্রিকেটাররা কোয়ারেন্টিনকালীন হোটেলের কাছে একটি মাঠে প্রশিক্ষণ করার সুযোগ পাবেন। তার আগে তাদের করোনা টেস্ট দিতে হবে। ফল নেগেটিভ হলেই অনুশীলনের অনুমতি পাবেন ক্রিকেটাররা।
তিনি আরও জানান, আফ্রিকান ক্রিকেটারদের কোয়ারেন্টিন সময় শেষ হওয়ার পর করাচির জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পাবে। আগামী ২৬ জানুয়ারি করাচিতে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
খুলনা গেজেট/এ হোসেন