দিঘলিয়া ওয়াই এম এ আয়োজিত দিঘলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (ডিপিএল) সেশন ৬ এর এলিমিনেটর ম্যাচে ২ উইকেটে জয় পেয়েছে সুপার ইলেভেন। ১৬ জানুয়ারী (শনিবার) দুপুর আড়াইটায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে ব্রহ্মগাতি রয়্যালস মুখোমুখি হয় সুপার ইলেভেনের।
টস জিতে ব্রহ্মগাতি রয়্যালস ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে ৯৬ রানের টার্গেট নিয়ে সুপার ইলেভেন নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে সমান সংখ্যক রান সংগ্রহ করে। এ ম্যাচে উভয় দলের সমান রান হওয়াই ম্যাচের নিয়মানুযায়ী সুপার ওভার অনুষ্ঠিত হয়। প্রথম সুপার ওভারে ব্যাট করতে নেমে সুপার ইলেভেন ১ উইকেট হারিয়ে ৬ রান সংগ্রহ করে। জবাবে ব্রক্ষগাতী রয়্যালস ২ উইকেট হারিয়ে সমান সংখ্যক রান সংগ্রহ করে।
এরপর দ্বিতীয় সুপার ওভারে ব্রহ্মগাতি রয়্যালস ২ উইকেট হারিয়ে ৯ রান সংগ্রহ করে। জবাবে সুপার ইলেভেন ৩ বলে কোন উইকেট না হারিয়ে ১০ রান সংগ্রহ করে। খেলায় সুপার ইলেভেনের তানজির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
খেলায় প্রধান অতিথী হিসাবে মুরাদ হোসেন ম্যান অব দ্যা ম্যাচ তানজিরের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার মোঃ টিপু সুলতান, তরুন ক্রীড়া সংগঠক মোঃ জাকির হোসেন ও কে এম আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া ক্রীড়া একাডেমির পরিচালক কে এম তৌহিদুজ্জামান।
আগামী ১৮ জানুয়ারী (সোমবার) দুপুর আড়াইটায় একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে কিট ক্যাট বয়েজ মুখোমুখি হবে আজকের বিজয়ী সুপার ইলেভেনের সংগে।
খুলনা গেজেট/এ হোসেন