সদ্য সমাপ্ত চালনা পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী আবুল খয়ের খানের স্মরণে শোক সভা শনিবার বেলা ১১টায় চালনা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা ও চালনা পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি সাবেক সংসদ নজরুল ইসলাম মঞ্জু।
পৌর বিএনপি নেতা মোজাফফার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রধান বক্তার বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাড. মহানন্দ সরকার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্ল্যা খায়রুল ইসলাম, আবু হোসেন বাবু, জি এম কামরুজ্জামান টুকু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবিএম রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা খান, চালনা পৌর বিএনপির আহবায়ক শাকিল আহম্মেদ দিদু, দাকোপ প্রেসক্লাব সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সিপিপি নেতা শিক্ষক মহিবুর রহমান শেখ, উপজেলা ইমাম পরিষদ সভাপতি মাওলানা আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চালনা পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম, মামুনুর রশিদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শিপন ভূঁইয়া, বিএনপি নেতা আব্দুল মান্নান খান, কাউন্সিলর এস এম গফুর, রোস্তম আলী খান, আয়ুব আলী কাজী, হাছিনা বেগম, নাসিমা বেগম, আব্দুস ছাত্তার সরদার, বিএনপি নেতা আঃ রউফ, এ্যড. জি এম মাসুদ করিম, মেঘনাথ সরকার, বনী মাধব বিশ্বাস, গাজী আব্দুল বারিক, রহিম তালুকদার, শেখ শহিদুল ইসলাম, দীপক সরদার, আলামিন সানা, গাজী জাহাঙ্গীর আলম, মানস গোলদার, হালিম হাওলাদার, শেখ রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম মনি, আবূ মুছা গাজী, এস এম মোস্তাফিজুর রহমান, আঃ রাজ্জাক শেখ, প্রমুখ। শোক সভা শেষে মরহুম আবুল খয়ের খানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
খুলনা গেজেট/এ হোসেন