শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলা পোর্ট পৌরসভায় ভোট গ্রহণ চলছে

বাগেরহাট প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় নির্ধারিত সময়ে ভোট দিতে লাইনে দাড়ান ভোটাররা। সকাল ৯টায় চালনা বন্দর ফাজিল মাদরাসা কেন্দ্রে ভোটারদের লাইন দেখা যায়। তবে নারীদের উপস্থিতি বেশি লক্ষ করা গেছে।

নির্বাচনে আওয়ামী লীগের আব্দুর রহমান, বিএনপির জুলফিকার আলী, স্বতন্ত্র প্রার্থী মোকছেদুর রহমান গামা মেয়র পদে নির্বাচন করছেন। এছাড়া ৯টি সাধারণ ওয়ার্ডে ৩৫ জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এই নির্বাচনে ৩১ হাজার ৫২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে ১৬ হাজার ৬৮১ জন পুরুষ এবং ১৪ হাজার ৮৪০ জন নারী ভোটার রয়েছে। মোংলা পৌরসভার ১২ টি কেন্দ্রে ১৩৮টি ভোটিং মেশিন ভোট চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় শেষ হবে।

সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য মোংলা পোর্ট পৌরসভার ১২টি কেন্দ্রের জন্য ১২ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ২২০ জন পুলিশ, র‌্যাব, কোস্ট গার্ড, আনাসার ও ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। ১২টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার ও ৯২ জন সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন মোংলা উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন