সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ডের লিড

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেটে ২০২০ সাল একেবারেই ভালো কাটেনি ইংলিশ অধিনায়ক জো রুটের। নতুন বছর আসতেই যেন পাখা মেলল তাঁর ব্যাট। তুলে নিলেন নতুন বছরে নিজের প্রথম সেঞ্চুরি। তাঁর অপরাজিত দেড়শ রানে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড।

গলে গতকাল শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে ৫৩ ওভারের খেলা হয়েছে। তাতে প্রথম ইনিংসে ৪ উইকেটে ৩২০ রান নিয়ে দিন শেষ করেছে ইংল্যান্ড। দিন শেষে উইকেটে ১৬৮ রানে অপরাজিত আছেন রুট। আর ৭ রানে ব্যাট করছেন জস বাটলার।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩৫ রান অলআউট হয় শ্রীলঙ্কা। বিপরীতে ব্যাট করতে নেমে ১৮৫ রানে এগিয়ে গেল ইংলিশরা। হাতে আছে এখনো ছয় উইকেট।

গতকাল বৃষ্টির কারণে খেলা শুরুতে অনেক দেরি হয়। ২ উইকেটে ১২৭ রান নিয়ে দিন শুরু করা ইংল্যান্ড ভালোভাবেই এগিয়ে যায়। যদিও দিনের শুরুতে জনি বেয়ারস্টোকে (৪৭) হারায় তারা। তবুও সমস্যা হয়নি। বাকিদের নিয়ে ইংল্যান্ডকে টেনেছেন রুট। তাঁর ব্যাটে চড়ে গলে দাপট দেখাচ্ছে ইংল্যান্ড।

এর মধ্য ১৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন রুট। ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তাঁর। গত এক বছর সেঞ্চুরিহীন ছিলেন এই ইংলিশ তারকা। রুটের সঙ্গে দারুণ করেন লরেন্স। ৭৩ রান করেন তরুণ এই ক্রিকেটার। শেষে বৃষ্টির কারণে চা বিরতির পর আর খেলা গড়ায়নি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৩৫

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১২৭/২) ৯৪ ওভারে ৩২০/৪ (বেয়ারস্টো ৪৭, রুট ১৬৮*, লরেন্স ৭৩, বাটলার ৭; এম্বুলদেনিয়া ৩৮-৪-১৩১-৩, ফার্নান্দো ৮-০-২১-০, হাসারাঙ্গা ১৫-১-৬৩-০, দিলরুয়ান পেরেরা ২৮-২-৮২-১, শানাকা ৫-১-১৬-০)।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন