খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

পরাধিকার

মাজরুল ইসলাম

জীবনের ঘাটে ঘাটে ,
ভাঙা ছাদে চাড়া দিতে দিতে
মলিন বাস এড়াতে পারেনি আজও এরা।

বিভ্রান্তি সৃষ্টি করে ,
নিবন্ত প্রদীপের স্বল্প আলোতে তোমাকে
রাতভোর অনর্থক হাঁটাল।

দিকভ্রান্ত পথিক হাঁটতে হাঁটতে
এখন তার মর্মঘাতী আর্তনাদ।

নিবন্ত প্রদীপের স্বল্প আলো
আর বিভ্রান্তির তলে তলে
বাহবা কুড়িয়ে তুমি
চিরকেলে ঢ়ং-এ অভিষ্ট শিখরে পৌঁছাচ্ছ।

আর সময়ের বাঁকে বাঁকে
ওরা আর কতদিন পরাধিকারে থাকবে …!

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!