খুলনায় প্যাথলজি প্রতিষ্ঠান অপরিস্কার রেখে রোগীর জীবন হানির ঝুঁকি সৃষ্টি করা, এক্সরেতে প্রটেকটিভ শেল্ড এবং স্যাম্পল কালেকশন রুমে এসি না থাকায় দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৬ এর ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাহমিদুল ইসলাম।
র্যাব-৬’র সহকারী পরিচালক (মিডিয়া ও লিগ্যাল) এএসপি মো. মাহবুব উল আলম জানান, বৃহস্পতিবার রাতে র্যাবের একটি আভিযানিক দল, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগীতায় নগরীর সদর থানাধীন ৯৯/২ সাউথ সেন্ট্রাল রোড এলাকায় খুলনা প্যাথলজি’তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্যাথলজি প্রতষ্ঠিান অপরিস্কার রেখে রোগীর জীবন হানির ঝুঁকি সৃষ্টি করার দায়ে ফিরোজ মাহমুদকে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
আরেকটি অভিযানে ৯৯/১ সাউথ সেন্ট্রাল রোড এলাকায় লিয়ন ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সরে’তে প্রটেকটিভ শেল্ড এবং স্যাম্পল কালেকশন রুমে এসি না থাকার দায়ে তাজুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
খুলনা গেজেট/এমএম