সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

শেখ আবু নাসের গোল্ডকাপের সেমিতে খালিশপুর কিশোর একাদশ

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতায় চমৎকার খেলা উপহার দিয়ে দারুণ এক জয় পেয়েছে খালিশপুর কিশোর একাদশ।

গতকাল বৃহস্পতিবার নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তৃতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে তারা ১-০ গোলে পরাজিত করেছে টোলনা ফুটবল ক্লাবকে। দলের পক্ষে জয়সুচক এক মাত্র গোলটি করেন ১৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অনিক। এ জয়ের ফলে নক আউট পদ্ধতির এ প্রতিযোগিতার সেমি-ফাইনালও নিশ্চিত করে দলটি। খেলা পরিচালনা করেন রেফারী আকিব জাভেদ, নাজমুল ইসলাম ও তালুকদার তকদির হোসেন ।

শনিবার একই মাঠে বিকেল তিনটায় শেষ কোয়াটার ফাইনালে মুখোমুখি হবে খুলনা আবাহনী ফুটবল একাডেমি বনাম নোয়াপাড়া ফুটবল একাডেমি যশোর।

খুলনা গেজেট/এ হোসেন

 

 

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন