মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

কপিলমুনি বাজারের অবৈধ স্থাপনা অপসারণ

পাইকগাছা প্রতিনিধি 

পাইকগাছার কপিলমুনি বাজারস্থ নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন এলাকার অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অপরদিকে পৌর সদরে যত্রতত্র মটর যান রেখে জন ভোগান্তি সৃষ্টি করায় ৩ মটর সাইকেল চালককে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম কপিলমুনি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকায় সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনা অপসারণ করেন।

পরে তিনি বিকালে পৌর বাজারে অভিযান চালিয়ে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে যত্রতত্র মটর সাইকেল পার্কিং করে জনভোগান্তি সৃষ্টি করায় ৩ মটর সাইকেল চালককে ৩ হাজার টাকা জরিমানা করেন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন