সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

অনুশীলন শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ও ওয়ানডে দল আলাদা সময়ে অনুশীলন করেছে মিরপুর একাডেমি মাঠে। ইংল্যান্ডের হিথ্রু বিমানবন্দর হয়ে ঢাকায় আসার কারণে উইন্ডিজ দলের অনুশীলনে নামা নিয়ে তৈরি হয়েছিল জটিলতা। সব শঙ্কা কাটিয়ে দুই দফায় করোনা নেগেটিভ হয়ে মাঠের অনুশীলন শুরু করলো ক্যারিবীয়রা।

সকালে প্রাক্টিস সেরেছে টেস্ট দল। এখন চলছে ওয়ানডে দলের অনুশীলন। আপাতত নিজেদের মধ্যেই প্রাক্টিস করছে উইন্ডিজ দল। আরেক দফা করোনা পরীক্ষার পর নেট বোলার ব্যবহার করতে পারবে তারা।

১৮ জানুয়ারি বিকেএসপিতে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। ওয়ানডে সিরিজ শুরু ২০ জানুয়ারি।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন