খালিশপুরে প্রীতি ক্রিকেট ম্যাচে রয়েল স্পোটিং ক্লাবকে ৩৬ রানের ব্যবধানে হারিয়েছে অনির্বাণ ক্লাব। গতকাল মঙ্গলবার বিকালে বঙ্গবাসী স্কুল মাঠে টস জিতে ব্যাট করতে নেমে অনির্বাণ ক্লাব।
প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে অনির্বাণ ক্লাব। দলের হয়ে পারভেজ সর্বোচ্চ ৪৭ রান সংগ্রহ করে। একটি বাউন্ডারী ও ৫টি ওভার বাউন্ডারীর সাহায্যে বাহাতী এ ব্যাটসম্যান এই রান সংগ্রহ করেন। দলের হয়ে মশিউর রহমান জনি তিনটি বাউন্ডারী ও একটি ওভার বাউন্ডারীর সাহায্যে ৩৫ রান করেন। এছাড়া বাপ্পি ১৮, মানিক ৯ ও সিলন ৮ রান সংগ্রহ করেন। প্রতিপক্ষের হয়ে শুভ ২টি এবং নাদিম একটি উইকেট সংগ্রহ করেন।
১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে রয়েল স্পোটিং ক্লাব ১৩০ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে গুড্ডু সর্বোচ্চ ৫৭ রান সংগ্রহ করেন। এছাড়া বাপ্পি ২২ ও শুভ ১৬ রান সংগ্রহ করেন।
খুলনা গেজেট/এম এম