সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ডিপিএল ক্রিকেট টুর্নামেন্টে কিট ক্যাট বয়েজ জয়ী

দিঘলিয়া প্রতিনিধি

দিঘলিয়া ওয়াই এম এ আয়োজিত ডিপিএল ক্রিকেট টুর্নামেন্ট সেশন ৬ এর ৪৪ তম ম্যাচে ৩০ রানে জয় পেয়েছে কিট ক্যাট বয়েজ। সোমবার (১১ জানুয়ারি ) দুপুর ২ টায় দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ১৪ তম ম্যাচে ব্রক্ষ্মগাতী রয়্যালস মুখোমুখি হয় কিট ক্যাট বয়েজের।

টস জিতে ব্যাট করতে নেমে কিট ক্যাট বয়েজ নির্ধারিত ১২ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে। জবাবে ব্রক্ষ্মগাতী রয়্যালস ৯৬ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে ১০.৩ বলে ওভারে সবকয়টি উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করে।কিট ক্যাট বয়েজের রুবেল ম্যান অব দ্যা ম্যান নির্বাচিত হয়।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রুবেলের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন মোঃ সাজ্জাদ হোসেন শিমুল।

আগামীকাল দুপুর ২টায় একই মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ১৫ তম এবং ৪৫ তম ম্যাচে খান মোজাফফর হোসেন ফাউন্ডেশন মুখোমুখি হবে সুপার ইলেভেনের।

খুলনা গেজেট/ এমএইচবি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন