মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

কোভিড-১৯ (দ্বিতীয় পর্যায়) মোকাবেলা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও নিয়মিত ১০২০তম দলের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সনদপত্র বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১১ জানুয়ারি) বিকালে খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তৃতায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, “ইমামরা সমাজের ধর্মীয় নেতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমামদের প্রতি সবসময় সহানুভুতিশীল। সরকার ইমামদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে তৈরি করছেন, তাদের জন্য কল্যাণ ফান্ড গঠন করেছেন। ইসলামে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতনের কোন স্থান নেই। ধর্মকে অপব্যাখ্য দিয়ে সমাজে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেদিকে ইমামদের সজাগ থাকতে হবে।”

পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে খুলনা বিভাগের আটটি জেলা এবং ঢাকা বিভাগের দুইটি জেলার মোট ৫০ ইমাম অংশগ্রহণ করেন।

ইসলামিক ফাউন্ডেশেন খুলনার বিভাগীয় পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার পরিচালক আনিসুজ্জামান সিকদার এবং উপপরিচালক (প্রশাসন) মাওলানা মোঃ জাকির হোসেন। স্বাগত জানান খুলনা ইমাম প্রশিক্ষণ একাডেমির স্বাস্থ্য প্রশিক্ষক-কাম-মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মুহম্মদ মুজতবা। সূত্র: তথ্য বিবরণী

 

খুলনা গেজেট/এমএইচবি

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন