Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জেগে ওঠো নারী

আরিফুল ইসলাম

ওগো নারী
তোমরা আজ জেগে ওঠো
সবে মিলে এক হও।

বেরিয়ে এসো রাজপথে
সব বাঁধা, সব শৃঙ্খল ভেঙে
বেরিয়ে এসো ঐক্যের ছায়াতলে।

প্রতিবাদ করো সব অন্যায়ের
যারা তোমায় তুচ্ছ বলে অবজ্ঞা করে
তোমার প্রতি লেলিহান দৃষ্টিতে তাকায়
উঠতে-বসতে তোমায় অপমান করে
তুমি তাদের যোগ্য জবাব দাও।

দেখিয়ে দাও ওদের
নারীরাও কোনো অংশে কম নয়।
নারীরাও পারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে!
নারীরাও পারে বিদ্রোহী হতে,
নরপশু, পিচাশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।

ওগো নারী
তোমরা আর কতকাল পুরুষকে আশ্রয় করে বাঁচবে?
আর কতকাল অত্যাচার-নির্যাতন মুখ বুঝে সহ্য করবে?
আর কতকাল অধিকারহীন জীবন কাটাবে?
আর কতকাল এভাবেই নীরবে ধর্ষিত হবে?

এবার তো জেগে ওঠো
নিজের অধিকার আর সম্মান প্রতিষ্ঠা করো,
স্বাধীনভাবে বাঁচতে শিখো,
জেগে ওঠো,
তোমরা আজ জেগে ওঠো!

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন