শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

মোংলা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ

মোংলা প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরিফুল ইসলামের (উটপাখি) এক নারীকর্মীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে প্রতিদ্বন্ধি প্রার্থী জলিল শিকদার । কাউন্সিলর প্রার্থী এইচ এম শরিফুল ইসলাম এ ব্যাপারে জলিল শিকদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা নির্বাচন অফিসার এবং মোংলা থানা অফিসার ইনচার্জ এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, প্রতিদ্বন্ধি কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিল শিকদার  গত ৯ জানুয়ারি বেলা ১২টার সময়ে মোংলার ৭নং কলেজ রোডে উট পাখি প্রতীকের নির্বাচনী প্রচারনার সময় তার নারীকর্মী আলমগীর হোসেনের স্ত্রী লোটাস বেগমের মুখের নেকাব খুলে শ্লীলতাহানির চেষ্টা করে।

১০ জানুয়ারি রবিবার বেলা ১২টায় মোংলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে কাউন্সিলর প্রার্থী এইচ এম শরিফুল ইসলাম বলেন, জলিল শিকদার একজন ভয়ংকর সন্ত্রাসী এবং বৈধ অস্ত্র ব্যবহার করে নিরীহ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। দিনে দুপুরে নারীকর্মীর শ্লীলতাহানির অভিযোগে জলিল শিকদারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

এ বিষয়ে জানতে চাইলে মোংলা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি নির্বাহি
ম্যাজিস্ট্রেট এর তদন্ত করছেন।

নির্বাহি ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই কিন্তু অভিযুক্ত জলিল শিকদারকে পাওয়া যায়নি। আইন-শৃংখলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলেছি যাতে ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন