সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকা আবাহনীর ৫ ফুটবলার করোনা আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা আবাহনীর পাঁচ ফুটবলার ও টিম ম্যানেজমেন্টের দুই সদস্য। তাদের ক্লাবের দুটি কক্ষে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার ফেডারেশন কাপের সেমিফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায় নেয় প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের চ্যাম্পিয়ন আবাহনী। ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস বনাম সাইফ স্পোর্টিং ক্লাব।

আগামী বুধবার থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। তার আগে দলের নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে খেলোয়াড়দের কোভিড-১৯ টেস্ট করানো হয়। সেখানে মোট সাতজনের ফল পজিটিভ এসেছে। আবাহনীর টিম ম্যানেজার সত্যজিৎ দাস রূপু এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দীপক রায়, মোহাম্মদ হৃদয়, আল-আমিন হাসান আনাফ, ফয়সাল আহমেদ শীতল ও রুবেল মিয়ার করোনা টেস্টে পজিটিভ এসেছে। এছাড়া একজন কোচ (জাকারিয়া বাবু) ও একজন স্টাফ করোনা পজিটিভ। তবে তাদের শরীরে কোনো উপসর্গ নেই।

খুলনা গেজেট/এ হোসেন

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন