ফকিরহাটে শহীদ শেখ আবু নাসের স্মৃতি ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৪টায় আট্টকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা খালিশপুরের কাশিপুর ক্রীড়া একাডেমি বনাম খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাটে নেমে কাশিপুর ক্রীড়া একাডেমি ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে। তার জবাবে খুলনা পোর্ট সিটি অরিয়ার্স ক্লাব ৯ উইকেটে ১৭১ রান করে। ফলে উভয় দল যৌথভাবে চ্যাম্পিয়ন নির্বাচিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান, সহকারি পুলিশ সুপার (সার্কেল) ছয়রুদ্দীন আহমদ, শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু। অনুষ্ঠান সঞ্চালনা করেন আট্টাকা স্কুলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক অমিত রায় সহ অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক।
খুলনার গেজেট/ টি আই