সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

২৪৪ রানে অল আউট ভারত

ক্রীড়া প্রতিবেদক

সিডনি টেস্টের প্রথম ইনিংসে ২৪৪ রানে অল আউট হয়েছে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৩৩৮ রান। দুই দলের দুই ইনিংস শেষে ভারতের চেয়ে ৯৪ রানে এগিয়ে স্বাগতিক শিবির।

আগের দিনের শেষ বেলায় ২ উইকেটে ৯৬ রান করেছিল ভারত। ক্রিজে ৯ রানে পূজারা ও ৫ রানে অজিঙ্কা রাহানে ছিলেন অপরাজিত।

শনিবার ম্যাচের তৃতীয় দিনে চেতশ্বর পূজারা খেলেছেন অসীম ধৈয নিয়ে। ১৭৬ বলে ৫০ রান করেন তিনি। দীর্ঘ বলের ইনিংসে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ৫টি।

অধিনায়ক অজিঙ্কা রাহানেও চেষ্টা করেছেন টিকতে। কিন্তু কামিন্সের বলে বোল্ড তিনি। সাজঘরে ফেরার আগে ৭০ বলে ২২ রান করে যান তিনি। তার ইনিংসে ছিল একটি করে চার ও ছক্কা।

৩৮ বলে মাত্র ৪ রান করে হানুমা বিহারি রান আউটের শিকার। মিডল অর্ডারের রিশব পন্থ ও রবীন্দ্র জাদেজা হাল ধরেছিলেন। সে কারণেই রান দুই শ’ অতিক্রম করে।

৬৭ বলে ৩৬ রানে হ্যাজলউডের বলে আউট হন পন্থ। ৩৭ বলে ২৮ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। যদিও শেষ অবধি আঙুলের ব্যথা নিয়ে খেলতে হয়েছে জাদেজাকে। কামিন্সের করা একটি বলে ঠেকাতে গিয়ে বা হাতের বুড়ো আঙুলে প্রচণ্ড ব্যথা পান জাদেজা।

লেজের সারির ব্যাটসম্যানদের মধ্যে কেউ ছুতে পারেনি দুই অঙ্কের রান।

বল হাতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন পেট কামিন্স। জশ হ্যাজলউড দুটি ও মিশেল স্টার্ক নেন একটি করে উইকেট।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন