সিডনি টেস্টের প্রথম দিন দাপট দেখিয়েছে বৃষ্টি। তবুও বৃষ্টির বাগড়া এড়িয়ে দারুণ লড়াই করে গেলেন উইল পুকভস্কি, স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। আজ শুক্রবার টেস্টের দ্বিতীয় দিন দৃঢ়তা দেখিয়েছেন স্মিথ। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। তাঁর ব্যাটে ভর করে প্রথম ইনিংসে স্বস্তির পুঁজি পেল অস্ট্রেলিয়া।
ভারতের বিপক্ষে সিডনি টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৩৮ রানে থামল অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বাধিক ১৩১ রান সংগ্রহ করেন স্মিথ। ২২৬ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি দিয়ে। এ ছাড়া ১৯৬ বলে লাবুশেন করেন ৯১ রান।
অভিষিক্ত পুকভস্কিও দারুণ করেছেন। অস্ট্রেলিয়ার জার্সিতে নিজের প্রথম ম্যাচে ৬২ রান করেছেন তিনি। ১১০ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি দিয়ে। বাকিদের মধ্য মিচেল স্টার্ক করেন ২৪ রান। এ ছাড়া ২০’এর ঘর পার করতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে চারটি উইকেট নিয়েছেন জাদেজা। সমান দুটি করে নিয়েছেন বুমরাহ ও নবদীপ সাইনি। আর মোহাম্মদ সিরাজ নিয়েছেন একটি উইকেট।
এর আগে গতকাল টেস্টের প্রথম দিন বৃষ্টিতে কার্যত একটা সেশন নষ্ট হয়ে যায়। অস্ট্রেলিয়ার হয়ে শুরুটা দারুণ করেন ওপেনার পুকভস্কি। আগের দুই টেস্টে ওয়েড-বার্নস জুটি ব্যর্থ হওয়ায় পর এবার অস্ট্রেলিয়ার ইনিংসের সূচনার দায়িত্বে ছিলেন ওয়ার্নার ও পুকভস্কি। ওয়ার্নার ব্যর্থ হলেও পুকভস্কি ক্যারিয়ারের প্রথম টেস্টেই অর্ধশতরান করেন।
ওয়ার্নারকে ইনিংসের চতুর্থ ওভারেই ফিরিয়ে দেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে খেলতে নামা মোহাম্মদ সিরাজ। স্লিপে চেতেশ্বর পূজারার হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ওয়ার্নার ফিরে যাওয়ার পর পুকভস্কি স্মিথের সঙ্গে ১০০ রানের জুটি খেলে যান।
পুকভস্কিকে ব্যক্তিগত ৬২ রানের মাথায় আউট করেন একই দিনে অভিষেক ঘটানো ভারতীয় বোলার নভদীপ সাইনি। তারপর দিনের পুরোটাই খেলেন স্মিথ-লাবুশেন।
খুলনা গেজেট/এনএম