বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

বাতাসি

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

বাতাসি, তোমার নখ থেকে উৎসারিত কণকচাঁপা

একদিন হয়ে উঠতে পারো স্বর্ণ-উদ্যান
তোমার জিভ থেকে ঝিলিক ঝিলিক করে পড়ে
শতাব্দীর মহাসাগর
একদিন তাতে মূল্যবান কমল ফুটবে।
এখন আমরা সঙ্কটকালে
আমাদের দুয়ারে এখন বালা-মছিবত অহরহ বিরাজমান
তোমার সারা শরীরে
জ্বলে উঠুক বিক্ষোভের আগুন
তুমি হয়ে ওঠো বিদ্রোহী
বিদ্রোহের আগুনে সব পাপ
ছারখার করে দাও
ছাই করে দাও বিষ দাঁতগুলি।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন