সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

এবার আবাহনীর বিদায়, বসুন্ধরা কিংস ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

এক সময়ে আবাহনী-মোহামেডানের ফুটবল ম্যাচ মানেই উত্তাপ। কিন্তু মোহামেডানের পরিবর্তে বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ম্যাচে সেরকমই উত্তাপ ছিল। মৌসুমের প্রথম দেখাতেই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। তাই ফেডারেশন কাপের সেমিফাইনালের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হয়েছে আবাহনীকে। যদিও তাদের চিরপ্রতিদ্বন্দ্বি মোহামেডান আগেই বিদায় নিয়েছে এ লড়াই থেকে।

সেমিফাইনাল ম্যাচের অতিরিক্ত সময়ে গড়ানো যখন ২-১ এ জয়ের অপেক্ষায় বসুন্ধরা কিংস, ঠিক তখনই নাটক। কিংসের জালে বল ঠেলে দিলেন আবাহনী লিমিটেডের নাবিব নেওয়াজ জীবন। কিন্তু একি! সহকারী রেফারি তুলে রেখেছেন অফসাইডের পতাকা। শেষ পর্যন্ত তাই গোল বঞ্চিত আবাহনী। যা নিয়ে ছড়াল বারুদে উত্তেজনা। আবারও মনে হচ্ছিল সেই ১৮ সালের ম্যাচের কথা। যে ম্যাচে বল ছেড়ে খেলোযাড়রা মেতেছিলো প্রতিপক্ষের শরীরে আঘাত হানতে। তবে এবার সহকারী রেফারি হলেন রোষানলের শিকার।

সহকারী রেফারির ওপর চড়াও হলেন আবাহনীর খেলোয়াড়রা। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটা ৩-১ নিজেদের করল বসুন্ধরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জায়গা করে নিল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে। ১০ জানুয়ারি সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তারা শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে।

 

খুলনা গেজেট / এআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন