খুলনা, বাংলাদেশ | ২০ বৈশাখ, ১৪৩১ | ৩ মে, ২০২৪

Breaking News

  সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই
  ৪৯ টাকা কমে ১২ কেজি এলপিজির নতুন দাম ১ হাজার ৩৯৩ টাকা
  অর্থ আত্মসাৎ মামলায় জামিন পেলেন ড. মুহাম্মদ ইউনূস

চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষায় অভিযান, দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

চিতলমারী প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বন্যপ্রাণী রক্ষা করতে ভ্রাম্যমান আদলত অভিযান চালিয়েছেন। এ সময় ভ্রাম্যমান আদালত দুই কচ্ছপ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম এ অর্থদন্ডাদেশ দেন। সেই সাথে তাদেরকে সরকারি আদেশ মানার জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফুল আলম জানান, বুধবার বিকালে উপজেলা সদরের মাছ বাজারে অভিযান চালিয়ে ৩৯ টি জীবিত কচ্ছপ ও কচ্ছপ কাটার যন্ত্রপাতিসহ বকুল হীরা (৫০) ও সুভাষ হালদার (৬০) কে আটক করা হয়। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ধারা মতে দুই জনকে মোট ১০ হাজার টাকা অর্থদ- করে জব্দকৃত কচ্ছপ মধুমতি নদীতে অবমুক্ত করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী প্রায় বিলুপ্ত প্রাণী হিসেবে কচ্ছপ ধরা ও বিক্রি করা দ-নীয় অপরাধ। যারা এ ধরণের কাজের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!