মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফুলবাড়ীগেটে থানা বিএনপির মানববন্ধন

ফুলবাড়িগেট প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় পণ্য বৃদ্ধির প্রতিবাদে এবং বাণিজ্যমন্ত্রী’র পদত্যাগের দাবিতে মহানগর বিএনপির কর্মসূচির অংশ হিসেবে খানজাহান আলী থানা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় ফুলবাড়ীগেট বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খানজাহান থানা বিএনপির সভাপতি মীর কায়সেদ আলী। প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।

থানা সাংগঠনিক সম্পাদক কাজী মিজানুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন মহানগর বিএনপির সহ -সভাপতি শেখ ইকবাল হোসেন, গিলাতলা ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, যোগীপোল ইউনিয়ন বিএনপি সভাপতি ও যোগীপোল ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাইদ হাওলাদার আব্বাস, রফিকুল ইসলাম শুকুর, আলমগীর হোসেন,মিনা মোরাদ হোসেন, মোল্যা সোহাগ হোসেন, মীর মনিরুল ইসলাম সংগ্রাম, মিজানুর রহমান, কাজী সহিদুল ইসলাম, ইমদাদ হোসেন,জামাল হোসেন,দিদারুল ইসলাম লাভলু, আমজাদ হোসেন, শাহ আলম, গোলাম মোস্তফা, জামাল হোসেন, গোলজার হোসেন,মোল্লা সোহরাব হোসেন, আজম, খয়বার হোসেন, রফিকুল ইসলাম, আশরাফ ঢালী, আনোয়ার হোসেন, আব্দুল হাই রুমী, আতাউর রহমান, নূরুল হক , মোল্লা সোলায়মান হোসেন, আলহাজ্ব আল আমিন, ফরহাদ হোসেন, নাসির উদ্দীন, সাহাদাত হোসেন সাজু, হেলাল শরিফ, শেখ বিল্লাল হোসেন, পলাশ, সহিদুল ইসলাম, মামুন হোসেন, লিমন মোল্যা, সিরাজ শিকদার, চমন আক্তার, চামেলী, রেশমী,সুলতানা, তুষার, মাসুম বিল্লাহ, রানা প্রমুখ।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন