মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

শ্রমিকলীগ নেতা সর্দার মোতাহার আর নেই

নিজস্ব প্রতিবেদক

পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি ও প্লাটিনাম জুট মিল সিবিএ’র সাবেক সভাপতি সর্দার মোতাহার উদ্দিন বার্ধক্যজনিত কারণে আজ বুধবার সকালে খালিশপুর কোহিনূর মোড়স্থ বাসস্থানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে শিল্পী আতাহার টিটো।

তিনি জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। আজ সকালে নাস্তার জন্য ডাকতে গেলে দেখেন ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, আজ আছর বাদ খালিশপুর প্লাটিনাম জুট মিল কলোনী ফুটবল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরীর গোয়ালখালী কবরস্থানে দাফন করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন