সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব

ক্রীড়া প্রতিবেদক

ফেডারেশন কাপের প্রথম সেমিফাইনালে আজ চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল চারটায় ।

প্রথমবারের মতো ফেডারেশন কাপের সেমিতে সাইফ স্পোর্টিং ক্লাব। সুযোগ কাজে লাগাতে মরিয়া দলটি। কোচ পল পুট ব্যস্ত দলের কৌশল ঠিক করে দিতে।

সাইফের ফুটবলাররা মনে করছেন, ঐতিহ্যের কারণে এই ম্যাচে চাপে থাকবে চট্টগ্রাম আবাহনীই। তবে লক্ষ্যে পৌঁছাতে মনযোগী আসরে এ পর্যন্ত অপরাজিত চট্টলার দলটি। আগের ভুল শুধরে দলকে মাঠে নামানোর লক্ষ্য কোচ মারুফুল হকের।

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন