সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

আটরায় শেখ আবু নাসের ফুটবলে সেন্ট মেরী স্পোটিং ক্লাবের জয়

ক্রীড়া প্রতিবেদক

খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শেখ আবু নাসের গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সাতক্ষীরা তালার সেন্ট মেরী স্পোটিং ক্লাব। গতকাল মঙ্গলবার নগরীর আটরা গিলাতলা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে রূপসা রহিম নগর ফুটবল একাডেমিকে।

দলের পক্ষে গোল ২টি করেন ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহমুদুল ও ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শামীম।
এর আগে জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলির সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খেলোয়াড় কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. ইসহাক সাচ্চু।

আজ বুধবার একই মাঠে দুপুর তিনটায় চতুর্থ ম্যাচে দিঘলিয়ার রাজু স্মৃতি ফুটবর একাদশের মুখোমুখি হবে খুলনা আবাহনী ফুটবল একাডেমির।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন