Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ধ্রুব তারা

তামিম হাসান

রোদ কুয়াশায় ফুরিয়ে গেছে
এই দু বেলা
মেঘে মেঘে অদৃশ্য প্রলেপে
তৈরি হয়েছে
বিষাদের মেলা।
আর কিছুক্ষন চলবে বুঝি
এই লুকোচুরি খেলা,
জানি তুমি করবে অবহেলা।
ধ্রুব তারা ভরা নিষিরাত
তোমায় ডাকছি বাড়িয়ে হাত।
পুরোনো বইয়ের তাকে
পৃষ্ঠে গুলোয় স্মৃতি
জমানো থাকে।
প্রতিক্ষা শেষে কে কাকে
মনে রাখে?

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন