ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে করোনা প্রাদুর্ভাবের কারণে স্বল্প পরিসরে যৌথভাবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগ।
কর্মসূচি গুলো হলো সোমবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ যোহর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত ছাত্রলীগের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে শঙ্কমার্কেটস্থ আজমীরি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, এরপর দুপুর ২টায় গরীব, দুস্থ ও শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ, বিকাল ৩টায় প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সাবেক ছাত্রনেতাদের আসন গ্রহণ ও উত্তেরীয় পরিধান, বিকাল সাড়ে ৩টায় বেলুন ও কবুতর উড়িয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন। বিকাল ৩টা ৩৫ মিনিটে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠান। বিকাল ৪টায় ছাত্রলীগের আলোচনা সভা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার। সকল কর্মসূচী দলীয় কার্যালয় খুলনায় অনুষ্ঠিত হবে।
কর্মসূচীতে খুলনা মহানগর ছাত্রলীগের সকল সদস্য, থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রলীগকে মিছিল সহকারে এবং স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক পরিধান করে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান করেছে খুলনা মহানগর ও জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
খুলনা গেজেট/এনএম