মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বাসচাপায় ব‌্যবসায়ী নিহত

নিজস্ব প্রতি‌বেদক

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসচাপায় বিল্লাল হোসেন শিকদার (৩২) নামের এক বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার রহমান শিকদারের ছেলে।

রবিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী এলাকায় এ দূর্ঘটনা ঘটে ।

খর্নিয়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল শিকদার বটিয়াঘাটার কৈয়া বাজার এলাকার বালুর ব্যবসা করতেন। রবিবার সকালে তিনি মোটরসাইকেলে চুকনগর যাচ্ছিলেন। বালিয়াখালী এলাকায় পৌঁছালে খুলনাগামী একটি বাস তাকে চাপা দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।

 

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন