মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় সড়ক দুর্ঘটনায় আহত ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে ৩ জন গুরুতর জখম হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) আনুমানিক সাড়ে ৬ টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের কুটির বটতলার সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, রামপাল উপজেলার সোভনা গ্রামের আঃ কাদেরের পুত্র এনামুল কবির (২৪), হোগলডাঙ্গা গ্রামের মুরাদ শেখের পুত্র রহমান শেখ (১৯) এবং পারগোবিন্দপুর গ্রামের শাহারুল ইসলামের পুত্র তারেক মোল্লা (২২)।

ট্রাফিক পুলিশের কর্মকর্তা ফিরোজ আহম্মেদ জানান, আজ আনুমানিক সাড়ে ৬ টার দিকে একটি মোটর সাইকেল যোগে ৩ জন আরোহী খুলনার দিকে যাচ্ছিল। অপরদিকে মাল বোঝাই ট্রাক বাগেরহাটের দিকে যাওয়ার প্রাক্কালে উক্ত স্থানে আসলে ট্রাক এবং মোটর সাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তিলক সি.এস.এস হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন