বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নববর্ষের সকালে কপাল খুলল কাতলে!

গেজেট ডেস্ক

নববর্ষের দিনই রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতল। শুক্রবার (১ জানুয়ারি) ভোরে আক্কাস মোল্লা নামের জেলের জালে ধরা পড়া কাতলটির ওজন ২০ কেজি ৫০০ গ্রাম।

সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের নাটু মোল্লার আড়তে বিক্রি করতে গেলে ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩২ হাজার ৮০০ টাকায় কিনে নেন এটি। পরে তিনি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় ঢাকায় মাছটি বিক্রি করেন। এ সময় মাছটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।

সাম্প্রতিক সময়ে প্রায়ই এমন বড় মাছ ধরা পড়ছে বলে জানান মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন