খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি ও সদস্য সমাপ্ত চালনা পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রয়াত আবুল খায়ের খানের স্মরণ সভা বৃহস্পতিবার (৩১ ডিসেম্বার) সকাল ১১টায় বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপির প্রতিষ্ঠার ৪২ বছরে সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম ও এ অঞ্চলে বিএনপি প্রতিষ্ঠায় নিরলস ভাবে কাজ করে গেছেন আবুল খায়ের খান। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়ার আদর্শের প্রতি অবিচল আস্থা ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তিনিই গণতান্ত্রিক আন্দোলনে সব সময় নেতৃত্ব দিয়েছেন। সভা শেষে মরহুম আবুল খায়ের খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন আমীর এজাজ খান, মনিরুজ্জামান মন্টু, আবু হোসেন বাবু, শাকিল আহমেদ দিলু, অসিত বরণ সাহা, আব্দুল মান্নান খান, মোজাফ্ফর হোসেন প্রমুখ। ওহেদুজ্জামান রানার পরিচালনায় দোয়া করেন মাওলানা ফারুক হুসাইন।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, শেখ আব্দুর রশিদ, এড. শফিকুল জোয়াদ্দার খোকন, এড. তসলিমা খাতুন ছন্দা, কামরুজ্জামান টুকু, এড. একএম শহিদুল আলম, ইকবাল হোসেন খোকন, জালু মিয়া, মুর্শিদুর রহমান লিটন, সাজ্জাদ আহসান পরাগ, নাজমুস সাকিব পিন্টু, হাসানুর রশিদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, নিয়াজ আহমেদ তুহিন, জাফরী নেওয়াজ চন্দন, ওয়েজউদ্দিন সান্টু, গোলাম কিবরিয়া, জসিম উদ্দিন লাবু, আবু সাঈদ শেখ, ম শ আলম, নাজির উদ্দিন নান্নু, ইশহাক তালুকদার, সামসুল বারী পান্না, মোহাম্মদ আলি, শাহাবুদ্দিন মন্টু, রবিউল হোসেন, জাহাঙ্গীর হোসেন, জহুরুল হক, মাওলানা আব্দুল গফ্ফার, এনামুল হক সজল, মোল্যা কবির হোসেন, হেমায়েত হোসেন, আবু সাঈদ, সাইফুল মোড়ল, রেহেনা ঈসা প্রমুখ। সূত্র:প্রেসি বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এ হোসেন