মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

খুবি উপাচার্য ও উপ-উপাচার্যের সাথে শিক্ষক সমিতির নতুন কমিটির সৌজন্য সাক্ষাত

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সাথে শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ ওয়ালিউল হাসানাত এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তানজিল সওগাতের নেতৃত্বে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।

আজ ৩১ ডিসেম্বর বিকেল ৫ টায় সাক্ষাতকালে উপাচার্য শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বকালের সাফল্য কামনা করেন। একই সাথে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ অব্যাহত রাখাসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সমিতির নবনির্বাচিত কমিটি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যও শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকলকে শুভেচ্ছা জানান এবং কার্যকালের সাফল্য কামনা করেন। এ সময় নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। সূত্র:প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন