মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইংরেজী নববর্ষে নগরবাসীকে সিটি মেয়রের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ইংরেজী শুভ নববর্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা বাণীতে সিটি মেয়র বিগত বছরের দুঃখ-বেদনা ভুলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। অতীতের সঞ্চিত অভিজ্ঞতা নতুন বছরের পথ চলতে সকলকে উজ্জীবিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।

সিটি মেয়র অতীতের দুঃখ-ক্লেশ মুছে ফেলে সমন্বিত প্রয়াসের মাধ্যমে শান্তিময় সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং ইংরেজী শুভ নববর্ষে নগরবাসীর সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন।সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন