নগরীর আফিলগেট চেক পোষ্ট এলাকা থেকে পুলিশ চেকপোষ্ট এলাকা পর্যন্ত অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে খুলনা সড়ক ও জনপথ বিভাগ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে নিকট লিখিত অভিযোগ দিয়েছে টোল আদায়কারি ও খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ৬২২। লিখিত অভিযোগে স্বাক্ষর করেন মোঃ গিয়াস উদ্দিন ও স্থানীয় ট্রাক ড্রাইভারদের পক্ষে আঃ গফফার।
মঙ্গলবার অভিযোগ সূত্রে জানা যায়, ট্রাক টোলে কর্মরত সদস্য ও স্থানীয় ট্রাক ড্রাইভার, হেলপারদের টোল আদায়ের স্থান হতে পুলিশ চেকপোষ্ট পর্যন্ত গাড়ী নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর প্রধান কারণ সড়ক ও জনপদের জায়গায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
লিখিত অভিযোগে আরও জানা যায়, বর্তমানে গাড়ীর অতিরিক্ত চাপ থাকায় এ সমস্যা আরো বেশি সৃষ্টি হচ্ছে। স্থানীয় ট্রাকের ড্রাইভার ও মালিকদের দাবি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার, মালিকেরা সড়ক ও জনপথ বিভাগকে সবথেকে বেশি ট্যাক্স প্রদান করলেও সড়ক ও জনপদের জায়গা অবৈধ দখলদাররা ব্যবহার করে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগী ড্রাইভারগণ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
খুলনা গেজেট/এনএম