মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২
সড়ক ও জনপথে লিখিত অভিযোগ

আফিলগেট ট্রাক টোল হতে পুলিশ চেকপোষ্ট পর্যন্ত অবৈধ দখলদার উচ্ছেদের দাবি

ফুলবাড়িগেট প্রতিনিধি

নগরীর আফিলগেট চেক পোষ্ট এলাকা থেকে পুলিশ চেকপোষ্ট এলাকা পর্যন্ত অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে খুলনা সড়ক ও জনপথ বিভাগ এর অতিরিক্ত নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে নিকট লিখিত অভিযোগ দিয়েছে টোল আদায়কারি ও খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ৬২২। লিখিত অভিযোগে স্বাক্ষর করেন মোঃ গিয়াস উদ্দিন ও স্থানীয় ট্রাক ড্রাইভারদের পক্ষে আঃ গফফার।

মঙ্গলবার অভিযোগ সূত্রে জানা যায়, ট্রাক টোলে কর্মরত সদস্য ও স্থানীয় ট্রাক ড্রাইভার, হেলপারদের টোল আদায়ের স্থান হতে পুলিশ চেকপোষ্ট পর্যন্ত গাড়ী নিয়ে যাওয়ার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর প্রধান কারণ সড়ক ও জনপদের জায়গায় অবৈধ দখলদাররা দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছে। এতে করে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

লিখিত অভিযোগে আরও জানা যায়, বর্তমানে গাড়ীর অতিরিক্ত চাপ থাকায় এ সমস্যা আরো বেশি সৃষ্টি হচ্ছে। স্থানীয় ট্রাকের ড্রাইভার ও মালিকদের দাবি পণ্যবাহী ট্রাকের ড্রাইভার, মালিকেরা সড়ক ও জনপথ বিভাগকে সবথেকে বেশি ‌ট্যাক্স প্রদান করলেও সড়ক ও জনপদের জায়গা অবৈধ দখলদাররা ব্যবহার করে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগী ড্রাইভারগণ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন