মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

ইকবাল নগর বিদ্যালয়ের গণিত শিক্ষক রবিউল ইসলামের ইন্তেকাল

ফুলবাড়িগেট প্রতিনিধি

খুলনা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বিশিষ্ট সমাজসেবক বেগ রবিউল ইসলাম মঙ্গলবার সকাল সাড়ে ৬ টায় স্ট্রোকজনিত কারণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, ১ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার গিলাতলা বেগপাড়া জামে মসজিদের সামনে আছরবাদ নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযায় উপস্থিত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন, প্রফেসর ওয়াহিদুজ্জামান, খান ইউনুচ আলী, বেগ আব্দুর রাজ্জাক রাজ, সরদার আলী আহম্মেদ, সৈয়দ কিসমত আলী, শিক্ষক মোফাজ্জেল হোসেন, রিয়াজুল ইসলাম রাজা, শেখ হায়দার আলী, শিক্ষক কবিরুল ইসলাম, আব্দুল কাদের, সোহেল রানা, কাজী আল মামুন, আব্বাস আলী, মাসুদ রানা, সৈয়দ আঃ কাবেজ, খান ফিরোজ আহম্মেদ, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, শেখ মোহাম্মাদ আলী, মোঃ চঞ্চল হোসেন, মিনা ফারুক হোসেন.বেগ জাকির হোসেন, মোঃ মুর্শিদ হোসেন মাসুদ, খান আব্দুর রহিমসহ এলাকার সামাজিক, রাজনৈতিক এবং বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন