মোংলা পৌর নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১২ টায় বিএনপির মেয়র প্রার্থী মোঃ জুলফিকার আলী পৌর শহরতলীর কমলার মোড় এলাকায় ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ হামলার ঘটনা ঘটে।
এতে বিএনপি’র মেয়র প্রার্থীর সমর্থক আলতাফ হোসেন, ফয়সাল ও মোঃ রুহুল আমীন নামে তিন জন কমবেশি আহত হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের দোষারোপ করে বাগেরহাট জেলা নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিএনপির মেয়র প্রার্থী।
এ ঘটনার আগে গত শুক্রবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বটতলা এলাকায় প্রথম দফায় অনুরুপ হামলা চালানো হয় এবং আলম ও বাবু মোল্ল্যা নামের অপর দুই কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বর্তমান মেয়র জুলফিকার আলী।
তিনি বলেন, নির্বাচনী প্রচারণার আগমূহুর্তে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দু’দফায় এ হামলার ঘটনায় পৌরবাসীর মধ্যে আতংক ছড়াচ্ছে। আর প্রতিটি মুুহুর্তে প্রতিপক্ষ মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকরা নানাভাবে তাকে হুমকি ধামকি দিয়ে চলছেন। এ অবস্থা দ্বিতীয় ধাপের আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া মোংলা পৌার্ট পৌর সভার সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির এ মেয়র প্রার্থী।
খুলনা গেজেট/এনএম