সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

দিঘলিয়ায় প্রিমিয়ার লীগ ক্রিকেটে সুপার সিক্সার্স জয়ী

দিঘলিয়া প্রতিনিধি 

দিঘলিয়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট সেশন ৬ এর ২য় রাউন্ড এর প্রথম খেলায় আজ ব্রক্ষগাতী রয়্যালস মুখোমুখি হয় সুপার সিক্সার্সের। খেলায় সুপার সিক্সার্স ৪২ রানে জয়ী হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সুপার সিক্সার্সের পিয়াস।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ পিয়াসের হাতে ট্রফি এবং প্রাইজমানি তুলে দেন প্রাক্তন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংগঠক মোঃ টিপু সুলতান এবং দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
দিঘলিয়া ওয়াই এম এ কর্তৃক আয়োজিত এবং দিঘলিয়া ক্রীড়া একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। ২৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২ টায় ২য় রাউন্ডের ২য় খেলায় সুপার ইলেভেন মুখোমুখি হবে কিট ক্যাট বয়েজের।

খুলনা গেজেট/এ হোসেন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন